খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় প্রবল তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গুরেজ সেক্টরে বাগতোর সেনা পোস্টে তুষার ঝড়ের এই ঘটনা ঘটে।
এক পুলিশকর্মী জানিয়েছেন, 'নিখোঁজ জওয়ানদের খোঁজ পেতে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। তবে টানা তুষারপাতে ব্যাহত হচ্ছে উদ্ধার ও তল্লাশি অভিযান।'
চলতি বছরের ২৬ জানুয়ারি বান্দিপোরাতেই তুষার ঝড়ের কবলে পড়েছিল সেনা ক্যাম্প। সেই ঘটনায় মৃত্যু হয় অন্তত ১০ জওয়ানের। অনেকেই নিখোঁজ হয়ে যান। ৩ এপ্রিল বাতালিক সেক্টরে তুষারঝড়ে চাপা পড়ে প্রাণ যায় তিন জওয়ানের।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০