স্টাফ রিপোর্টার
কাল বুধবার ৫১ তম বিশ্ব মান দিবস উদ্যাপন উপলক্ষে বেলা ১১টায় বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীস্থ সম্মেলন কক্ষে শিল্পখাতের উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন : নিরাপদ ও টেকসই পৃথিবী গড়তে ‘মান’ এর ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় পৃথিবী সুরক্ষায় মান”। এ উপলক্ষে বিএসটিআই, রাজশাহী এর উদ্যোগে বিকেল সোয়া ৫ টায় রাজশাহী বেতার কেন্দ্র থেকে প্রতিপাদ্য বিষয়ে কথিকা প্রচারিত হবে। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব
মান দিবসের স্লোগানে সম্বলিত ব্যানার ও পোষ্টার টানানো হয়েছে। রাজশাহী বিভাগের সকল জেলায় এ দিবসটি উদ্যাপনের অনুরোধ জানিয়ে বিশ্ব মান দিবসের পোষ্টার ও গবংংধমব সহ জেলা প্রশাসকগণ বরাবর অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে।
আলোচনা সভায় রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) জাকীর হোসেন প্রধান অতিথির বক্তব্য দিবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, খাইরুল ইসলাম, পরিচালক, বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০