খবর২৪ঘণ্টা ডেস্ক:গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে কালীগঞ্জের উলুখোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ট্রাকের চালক ও হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি অহিদুজ্জামান জানান, টাঙ্গাইলগামী একটি ট্রাক কালীগঞ্জের নাওটানা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। এসময় আহত হন হেলপার। তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০