খবর২৪ঘণ্টা, ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ এলাকায় প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ায় দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এখনও উদ্ধার অভিযান চলছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে প্রান্তিক পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে টাঙ্গাইল যাচ্ছিল। পথে বাংড়া ইউনিয়ন পরিষদ এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত ২০ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০