খবর২৪ঘন্ট নিউজ ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান অর্থনীতির উপযোগী মানব সম্পদ তৈরি করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার মান উন্নয়নে বিদেশি সহযোগী সংস্থাগুলোকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডাইরেক্টর মনমোহন প্রকাশের নেতৃত্বে চার সদ্যসের একটি প্রতিনিধি দল সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ভবিষ্যৎ জ্ঞান নির্ভর অর্থনীতির জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা যাতে তাদের পাঠ্য বিষয়ের বাইরে বৃত্তিমূলক দক্ষতা অর্জন করতে পারে সে ব্যবস্থা করা হবে।
এসময় দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতা কামনা করেন শিক্ষা উপমন্ত্রী।
এডিবির কান্ট্রি ডাইরেক্টর জানান, বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তা করতে সংস্থাটি বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি দক্ষতামূলক ও প্রযুক্তি শিক্ষার বিকাশে বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কর্মসূচি প্রণয়নের পরামর্শ দেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০