খবর২৪ঘণ্টা ডেস্ক: বাবা অহিদুর রহমান সুমন কারাগারে। তাকে দেখতে মায়ের সাথে রওনা হয় ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)। দুপুর ২টায় অটোরিকশা যোগে জেলা কারাগারে যাবার পথে দুর্ঘটনা শিকার হন তারা। আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় নাহিদ ও নাজিবা আক্তার।
শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- কাদিরপুর গ্রামের অহিদুর রহমান সুমনের ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)। এ সময় নিহতদের মা নাজমা বেগম (৩২) ও অটোরিকশা চালক ইসমাইল হোসেনসহ (৩০) ৪ জন আহত হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, দুপুর ২টার দিকে নাজমা বেগম শিশু সন্তান নাহিদ ও নাজিবাকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে জেলা কারাগারে স্বামীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌমুহনী-মাইজদী সড়কের অন্তপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা নাহিদ ঘটনাস্থলে নিহত হয়।
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজিবাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করেছে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০