দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত। রোববার রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের আদালতে চেয়ারম্যান রিয়াজুল ইসলামের আইনজীবী জামিনের আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন। ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলামের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমর কুমার পাল। ওই আদেশের বিরুদ্ধে
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরের আদালতে জামিন আবেদন জানালে বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, জমির শ্রেনি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে শনিবার সন্ধ্যায় আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০