খবর২৪ঘণ্টা, ডেস্ক: কারাগারে ডিভিশন চেয়ে মানবতাবিরোধী অপরাধে অমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপাতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রিট খারিজ করে আদেশ দেন।
সাঈদীর পক্ষে রিটের শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৪ জুন কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট করেন সাঈদী। বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী আছেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন।
তবে আপিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদী আবেদন করলে ২০১৭ সালে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডই বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০