খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনা দুমড়েমুচড়ে নারী-পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে লেগুনার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চকরিয়া মহাসড়কের হারবাঙ্গ ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনা দুমড়েমুচড়ে নারী-পুরুষসহ পাঁচজন নিহত হয়েছেন। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০