কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক আবদুল কাদের ও বাসের সুপারভাইজার মো. রাসেল।
পুলিশ জানায়, ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফোরলেনের ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় পেছন থেকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান চালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১০ বাসযাত্রী। পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যানটিকে উদ্ধার করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০