খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে উত্তর পশ্চিম দিল্লির কিরারি এলাকায় এক কাপড়ের গুদামে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
একটি চারতলা ভবনের নিচতলাতেই ছিল ওই কাপড়ের গুদামটি। যদিও সেখানে কোনো অগ্নি নির্বাপক সামগ্রি এবং অতিরিক্ত এক্সিট ব্যবস্থা ছিল না। ভবনটিতে যাতায়াতের জন্য মাত্র একটিই সিড়ি ছিল।
আহতদের স্থানীয় সঞ্জয় গান্ধী মেমোরিয়ার হাসপাতাল এবং কাছাকাছি অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।
চলতি মাসে দিল্লিতে অন্য একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৪৩ জন নিহত হয়েছিলেন। উত্তরাঞ্চলীয় দিল্লির রাণি ঝাঁসি রোডের একটি লাগেজ তৈরির কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের অধিকাংশই শ্রমিক। আর কারখানাটিতে আগুন লাগার সময় তাদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুনে পুড়ে এত বেশি সংখ্যক মানুষ মারা যায়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০