বিনোদন,ডেস্ক: এমনিতেই জীবনের কোনো বিশেষ মুহূর্তের কথা বলতে গেলেই চোখ ভিজে যায় অভিনেত্রীর। এবার ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তিনি এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে, তাকে সামলাতে মেঘনা গুলজ়ার এগিয়ে আসেন।
‘ছপাক’-এর ট্রেলার থেকে টাইটেল ট্র্যাক লঞ্চ পর্যন্ত সব ক’টি অনুষ্ঠানেই কান্নায় ভেঙে পড়েছেন দীপিকা পাডুকোন।
ছবির প্রচারে কোনো চরিত্রের জন্য এতবেশি ইমোশনাল হতে বোধহয় খুব কম অভিনেত্রীকেই দেখা গেছে।
শোনা গেছে, লক্ষ্মী আগরওয়ালের চরিত্র করতে গিয়ে সেটেও অনেকবার ভেঙে পড়েছিলেন নায়িকা।
ছপাক’-এর প্রচারেই টেলিভিশনের এক রিয়্যালিটি শোতে গিয়েছিলেন দীপিকা। সেখানে তাকে ট্রিবিউট জানিয়ে এক প্রতিযোগী পারফর্ম করেন। তা দেখেও ঝরঝর করে কেঁদে ফেলেন অভিনেত্রী।
মানসিক অবসাদের কথা বলতে গিয়ে দীপিকা ভেঙে পড়েছিলেন টিভির অনুষ্ঠানে। তিনি নিজে ভুক্তভোগী। তাই কঠিন দিনগুলোর কথা সর্বসমক্ষে তুলে ধরা তার পক্ষে নেহাত সহজ ছিল না।
আগামী ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ছপাক’।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০