খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: কানাডায় প্রথমবারের মত অনুষ্ঠেয় টি-টোয়েন্টি লিগ আয়োজনে সবুজ সংকেত দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টরেন্টোর তিন ভেন্যুতে আগামী জুলাইয়ে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ফ্রিল্যান্সার ক্রিকেটারদের এ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে প্রত্যেক দলে স্থানীয় চার ক্রিকেটারকে রাখতে হবে। টুর্নামেন্ট পরিচালনার জন্য বিখ্যাত সাবেক খেলোয়াড়দের নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ক্রিকেট অ্যাডভাইজরি বোর্ড গঠন করা হবে।
ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর মত টি-টোয়েন্টির জনপ্রিয় খেলোয়াড়রা টুর্নামেন্টে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। মূলত কানাডাতে ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যেই এমন আয়োজন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০