খবর ২৪ঘণ্টা ডেস্ক:বিরোধী দলের উপনেতার পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে জিএম কাদেরকে। আজ জাতীয় পার্টির চেয়ারম্যান সাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাপার সংসদীয় পার্টির চেয়ারম্যানের ক্ষমতা বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিরোধী দলের উপনেতা হিসেবে রওশন এরশাদকে নিয়োগ দেয়ার কথাও বলা হয় এতে।
পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। এর আগে গতকাল রাতে জিএম কাদেরকে পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। দায়িত্বপালনে ব্যর্থতা ও দলে বিভেদ তৈরির অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেন এরশাদ।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০