আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতার আলোচনার জন্য প্রস্তুত দেশটির সরকার ও তালেবান। চলতি মাসের শেষের দিকে কাতারে উচ্চ পর্যায়ের এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে দুই পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি।
রোববার আফগান সরকার এবং তালেবানের এক মুখপাত্র এই শান্তি বৈঠকের ঘোষণা দিয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকারের সঙ্গে তালেবানের দীর্ঘ আলোচনার পর চলতি বছরের প্রথম দিকে একটি কথিত শান্তি চুক্তি সই হয়।
আফগান সরকারের এক সূত্র জানিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি কাতারের রাজধানী দোহায় আন্তঃআফগান আলোচনার আয়োজনের জন্য কাতারের সরকারের একটি প্রস্তাব গ্রহণ করেছেন।
রোববার এক টুইটবার্তায় আশরাফ গণির মুখপাত্র সিডিক সিদ্দিকি জানান, আফগানিস্তান সরকার শুধুমাত্র দোহায় প্রথম বৈঠকের জন্যই একমত হয়েছেন। তবে সরাসরি আলোচনার জায়গা কোনটি হবে সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।
জানা গেছে, মার্কিন ও তালেবান চুক্তি অনুযায়ী, আফগান সরকার শিগগিরই ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়া শেষ করবে। এরইমধ্যে তালেবানের ৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০