খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস বাংলার ফ্লাইট অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এয়ারক্রাফটের স্বল্পতার কারনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইউএস-বাংলার জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বুধবার সংবাদ ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এয়ারক্রাফট স্বল্পতার কারণে আজ (বুধবার) থেকে ফ্লাইট বন্ধ থাকবে। কবে নাগাদ নতুন করে ফ্লাইট চালু হবে এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। তবে খুব অল্প সময়ের মধ্যে ফ্লাইট চালু করা হবে।
ইউএস বাংলা বনানী অফিসের কর্মকর্তা সোহরাব জানায়, নেপাল যাওয়ার জন্য বুকিং দিয়েছিলেন তাদের টিকেটের টাকা বনানী অফিস থেকে টাকা ফেরত দেয়া হচ্ছে।
উল্লেখ্য, সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে চার ক্রু ও ৬৭ আরোহী নিয়ে বাংলাদেশি ইউএস-বাংলার বিএস-২২১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে অর্ধশত যাত্রীর প্রাণহানি ঘটে। ঘটনাস্থলেই মারা যান ৩২ জন। নিহতদের মধ্যে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ১১ শিক্ষার্থী রয়েছেন।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ যাত্রী। উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপ ও একজন চীনের নাগরিক ছিলেন। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৬৫ এবং দুই শিশু ছিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০