খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে সাত বাংলাদেশিকে কাঠমান্ডু ছাড়ার অনুমতি দেয়া হয়েছে। এরই মধ্যে তাদের একজনকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আর বাকি ছয়জন যেকোনো সময় কাঠমান্ডু ছাড়তে পারবেন। নেপালে বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যে ছয়জন চিকিৎসকদের অনাপত্তিপত্র পেয়েছেন তারা হলেন- ইয়াকুব আলী, শাহরিন আহমেদ, মেহেদি হাসান, এমরানা কবির হাসি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও আলমুন নাহার অ্যানি।
এর মধ্যে ইয়াকুব আলী ও এমরানা কবির হাসিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে। বাকিদের যেকোনো সময় বাংলাদেশে নিয়ে আসা হতে পারে। ইয়াকুব নরভিক হাসপাতালে রয়েছেন। আর বাকি সবাই কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঠমান্ডুর ওএম হাসপাতাল থেকে বাংলাদেশি নাগরিক মো. রেজওয়ানুল হককে সিঙ্গাপুরে নিয়ে গেছেন তার বাবা মো. মোজাম্মেল হক।
যারা হাসপাতাল ছাড়ার অনুমতি পাননি:
মো. শাহীন ব্যাপারী কাঠমান্ডু মেডিকেলের বার্ন ইউনিটে এবং মো. কবীর হোসাইন ও শেখ রাশেদ রুবায়েত একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের হাসপাতাল ছাড়ার অনুমতি দেয়া হয়নি।
এদিকে নেপালে বিমান বিধ্বস্তে আলমুন নাহার অ্যানির স্বামী এফ এইচ প্রিয়ক ও মেয়ে তামাররা নিহত হয়েছেন। তাই স্বজনরা এখনই সিদ্ধান্ত নিতে পারছেন না মৃতদেহ রেখেই তারা অ্যানিকে দেশে ফেরত পাঠাবেন কিনা।
গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চার জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০