নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ জানুয়ারী নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয়দফা নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ছিলো প্রার্থীদের বৈধতা যাচাই বাছাইয়ের দিন। রাজশাহী জেলা রিটানিং অফিসারের কার্যালয় হতে যাচাই বাছাই শেষে কাকনহাট পৌর নির্বাচনে ৬ জন মনোনয়ন প্রার্থীতা জমা দিলে ৪ জনের প্রার্থীতা ঘোষণা করা হয়। বৈধ মনোনয়ন প্রার্থীরা হলেন, আ’লীগের মনোনিত প্রার্থী একেএম আতাউর রহমান খান, বিএনপির মনোনিত প্রার্থী হাফিজুর রহমান হাফিজ , জাতীয় পার্টির মনোনিত
প্রার্থী রুবন হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ও কাকনহাট পৌর সভার বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আব্দুল মজিদ। এদিকে, কাকনহাট পৌর সভার ৯ টি ওয়ার্ডের ৩৬ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয় জামাকারীর মধ্যে ৩ জনের বাতিল হয়ে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে সবাইকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলা সহকারি রিটানিং অফিসার মশিউর রহমান জানান, আগামী ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১৬ জানুয়ারী নির্বাচনকে ঘিরে তিনি সকল রাজনৈতিক দলসহ সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০