ইংলিশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন সারা টেইলর। দেশটির সাবেক এই উইকেটরক্ষক প্রথম নারী হিসেবে কাউন্টি ক্রিকেটের কোচিং স্টাফ হিসেবে যুক্ত হলেন।
ঐতিহ্যবাহী দল সাসেক্সের উইকেটকিপার কোচ হিসেবে নিয়োগ পেলেন ৩১ বছর বয়সী সারা।
ইতিহাসে প্রথম কোনও নারী ক্রিকেটার ইংল্যান্ডের কোনও পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হলেন।২০০৬ সালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারার। ইংল্যান্ডের জার্সিতে ১০ টেস্ট, ১২৬ ওয়ানডে ও ৯০ টি-টোয়েন্টি খেলেছেন লন্ডনে জন্ম নেয়া এই ক্রিকেটার।
তিন ফরম্যাট মিলিয়ে প্রায় সাড়ে ছয় হাজার রান রয়েছে নামের পাশে। ১২৮ ক্যাচ ও ১০৪টি স্ট্যাম্পিং করেছেন সারা। ২০১৯ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় জানান। নারী ক্রিকেটার হিসেবে ব্যাট গ্লাভস ন্যুড ফটোগ্রাফি করে ভাইরালও হয়েছিলেন তিনি।
ক্রিকেটের অন্যতম প্রাচীন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কাউন্টি ক্রিকেটের যাত্রা শুরু হয় ১৮৯০ সালে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০