চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন কাঁচাবাজারে কেজিতে ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
কাঁচা বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে সর্বোচ্চ দাম এখন কাঁচা মরিচের।
বিক্রেতারা বলছেন, কাঁচা মরিচের এত দাম চাওয়ার কারণ সম্পর্কে বিক্রেতারা জানান, বন্যার পানিতে সব খেত তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নত হওয়ার পর গত জুনে ৬০ টাকা, জুলাইয়ের শুরুতে ১০০ টাকা শেষের দিকে ১৬০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। দাম বাড়তে বাড়তে এখন ৩০০ টাকায় এসে ঠেকেছে।
বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য সবজি যেমন ঝিঙে ৪০ টাকা, কাঁকরোল ৪০, বেগুন ৫০, পটল ৫০, চিচিঙ্গা, ধুন্দুল ও শসার কেজি ৬০ টাকা ধরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ ও কুমড়ার জালি ২৫ থেকে ৩৫ টাকা।
সবজি ব্যবসায়ীরা জানান, পাইকারি আড়তে অনেক সময় সবজি কিনতে কাড়াকাড়ি করতে হয়। তখন দামের কোনো ঠিক থাকে না। এ কারণে দামের পার্থক্য এখন বেশি দেখা যাচ্ছে।
এ ছাড়া আশপাশের সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে বাজারে সরবরাহ আরো কমেছে। তা ছাড়া বর্ষায় এই সময়ে সবজির আবাদ কম থাকে। এ কারণে অন্য এলাকার সবজিও তেমন আসছে না। পাইকারি আড়তে এখন মুহূর্তে সবজির দাম ওঠানামা করছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০