খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: কলম্বিয়ায় একটি বাস গিরিখাতে পড়ে একটি নবজাতক শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কলম্বিয়ায় ভূমিধসের কারণে একটি বাস গিরিখাতে পড়ে যায়।
নারিনো প্রদেশের পাস্তো ও তুমাকো শহরের মধ্যবর্তী পাহাড়ি মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি একুয়েডর সীমান্তের পাশে অবস্থিত।
প্রদেশের দুর্যোগ মোকাবেলা সংস্থার প্রধান রয়টার্সকে জানিয়েছেন, ভূমিধসে প্রায় পাঁচ হাজার ঘনমিটার পাথর ও মাটি ওই মহাসড়ক ও সংলগ্ন গিরিখাতে গিয়ে পড়েছে। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০