বিনোদন,ডেস্ক: টেলিভিশনের মহাদেব তিনি। টেলি-তারকা কিন্তু মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন শহরের রাস্তায়। সেদিন গিয়েছিলেন পুজো দিতে আর সেখানেই হল সাক্ষাৎ সাপুড়েদের সঙ্গে।
শনিবার থেকে টানা পাঁচদিনের কর্মবিরতিতে সব অভিনেতা-অভিনেত্রীরাই নিজের মতো করে খানিকটা সময় কাটালেন। গৌরব অর্থাৎ ‘ওম নমহ্ শিবায়’-এর নায়ক, বাংলা টেলিভিশনের মহাদেব, সম্প্রতি গিয়েছিলেন ভূতনাথ মন্দিরে পুজো দিতে।
কলকাতার সবচেয়ে জাগ্রত এবং জনপ্রিয় শিবমন্দিরগুলির মধ্যে অন্যতম ভূতনাথ এই মুহূর্তে জমজমাট। শ্রাবণের পূর্ণিমা থেকে যে উৎসব শুরু হয়েছে তা শেষ হবে আগামী ভাদ্র পূর্ণিমাতে। এই একমাস শিবভক্তদের ভিড়ে পা ফেলা দায় ছিল মন্দিরের আশপাশে। সাধারণত এই জাতীয় ভিড় এড়িয়ে চলেন তারকারা। কিন্তু গৌরব এসব ক্ষেত্রে একটুও বিব্রত হন না। বরং পথচলতি কোনও অনুগামী-দর্শক তাঁকে ঘিরে ধরলে, তাঁদের সঙ্গে কথা বলতে ভালই বাসেন।
ঠিক তেমনটাই ঘটল সেদিন ভূতনাথ মন্দিরের সামনে। একদল সাপুড়ে এসেছিলেন বাবা ভূতনাথের দর্শক করতে। আর সেখানেই তাঁরা পেয়ে গেলেন টেলিপর্দার মহাদেবকে। ‘‘ওঁরা আমাকে চিনতে পেরে এগিয়ে এল। তার পরে আমার হাতে দিল... আমি এর আগেও সাপ হাতে নিয়েছি। খুব কায়দা করে ধরতে হয় কিন্তু গলায় জড়িয়ে নিলাম এই প্রথমবার। এই নতুন কায়দাটা শিখলাম ওদের কাছে... অনেক কিছু শেখার আছে।’’, এবেলা ওয়েবসাইটকে জানালেন গৌরব।
ভূতনাথ মন্দিরের সামনে গৌরব। ছবি সৌজন্য: অঞ্জন ধাউরি
গৌরব ছোটবেলার অনেকটা সময় কাটিয়েছেন পুরুলিয়াতে। সেখানে সাপ দেখেছেন, হাতেও নিয়েছেন কিন্তু এই অভিজ্ঞতাটা একেবারেই প্রথম তাঁর কাছে। ধারাবাহিকের শ্যুটিংয়ে তো আর আসল সাপ থাকে না। সেখানে কিন্তু নকল সাপই গলায় জড়াতে হয়। বলতে গেলে, মহাদেবের ভূমিকায় অভিনয় করার একটি সত্যিকারের থ্রিল যদি হয়, তবে সেটা ধারাবাহিকের সেটে নয়, ভূতনাথ মন্দিরের সামনে, সেইদিন পেলেন গৌরব।
গৌরবের কাছে প্রশ্ন ছিল যে বাবা ভূতনাথের কাছে তিনি কী চাইলেন? ‘‘বাবা ভূতনাথের কাছে গেলে কোনওদিনই কিছু চাইতে পারিনি। এই প্রথম গিয়ে জানি না কেন, অনেক কিছু চেয়েছি, অজান্তে... হয়তো শুনেছেন... মিরাকেল হ্যাপেনস্!’’— তাঁর স্বভাবসুলভ হাসিটি হেসে জানালেন নায়ক।
/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০