নিজস্ব প্রতিবেদক : ভিভো শোরুমের কর্মচারী (বিক্রয় প্রতিনিধি) এর পূর্ব পরিকল্পনতাই রাজশাহী মহানগরীর অলোকার মোড় থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ৩৩ লাখ টাকা ছিনতাই হয়। আর এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত ও পরিকল্পনাকারীসহ ৩ জনকে আটক করে এবং ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করে। টাকা উদ্ধারের সময় পুলিশ তাজুল ইসলাম ডলার ও জাফর ইকবাল মাসুমকে গ্রেফতার করে। পরে পুলিশ মেহেদি হাসান ফয়সালকে গ্রেফতার করে। এখনো পুলিশ ১ লাখ টাকা উদ্ধার করতে পারেনি। সেগুলো উদ্ধারের তৎপরতা চালাচ্ছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিভো মোবাইল শো-রুমের এসআর (বিক্রয় প্রতিনিধি) হিসেবে কর্মরত ও কর্ণহার থানার দারুসা সায়েরপুকুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান ফাইসাল (২৬), ও সিম্পনি মোবাইল ফোন সেটের ডিস্ট্রিবিউশন এর ম্যানেজার নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা
এলাকার আব্দুল কাদেরের ছেলে সোহেল (৩১) ১৮ জুন দুপুরে পৌনে ১টার দিকে নগরীর অলোকার মোড় ভিভো মোবাইল শো-রুম থেকে ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা নিয়ে ডাচ্ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে তারা একটি শো-রুমের সামনে পৌঁছালে মেহেদী হাসান ফাইসাল এর ডান কাঁধে থাকা ১টি ব্যাগে থাকা ৩৩ লাখ টাকা মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী নিয়ে পালিয়ে যায়। তবে অপরজনের কাছে থাকা ব্যাগটি নিয়ে যায়নি ছিনতাইকারীরা। আবার টাকা ছিনতাই হয়ে যাওয়ার পরও তারা চিৎকার দেয়নি। এরপর খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। পরে বোয়ালিয়া থানা মামলাটি তদন্ত এবং টাকা উদ্ধারের চেষ্টা শুরু করে বোয়ালিয়া থানা পুলিশ।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ওইদিন নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার দুলালের ছেলে তাইজুল ইসলাম @ ডলার (২৪) অলোকার
মোড় থেকে আটক করে । তার কাছে থাকা ১টি লাল রংয়ের অ্যাপাচি আরটিআর মোটর সাাইকেলটি জব্দ করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে আসামী মেহেদী হাসান ফাইসালকে গ্রেফতার করা হয়। আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে জাফর ইকবালকে আটক করা হয়।
আরো জানানো হয়, মামলার বাদী অঞ্জন কুমার রায় (৫২) এর আলোকার মোড়ে ভিভো মোবাইল শো-রুম আছে। শো-রুমে ১৮ জুন ভিভো মোবাইল সেট ঢাকার কোম্পানী থেকে কেনার জন্য রাজশাহী প্রতিনিধি জাফর ইকবাল @ মাসুম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন। কোম্পানীকে মোবাইল ফোনের অর্ডার দিতে হ’লে আগে ব্যাংকে টাকা জমা দিতে হওয়ার কারণে সেদিন ৩৫ লাখ টাকা কোম্পানীর একাউন্টেজমা দেয়ার কথা ছিল। শো-রুমের এসআর (বিক্রয় প্রতিনিধি) মেহেদী হাসান ফাইসাল (২৬) ও সিম্পনি মোবাইল ফোন সেটের ডিস্ট্রিবিউশন এর ম্যানেজার সোহেল (৩১) অলকার মোড়ে ভিভো শো-রুম থেকে মোট ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা ডাচ্ বাংলা ব্যাংকে জমা দেয়ার জন্য দুপুর পৌনে ১টার দিকে যাচ্ছিালো। পথে মেহেদী হাসান ফাইসাল এর ডান কাঁধে থাকা ব্যাগে ৩৩ লাখ
টাকা মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা টান দিয়ে নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা শুধু মেহিদির ব্যাগ নিয়ে যায় কিন্ত সোহেলের ব্যাগ নেয়নি। তার ব্যাগে ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা ছিল। পরে পুলিশ সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিওতে দেখা যায় ছিনতাইকারীরা ভয়ভীতি, মারধর, বা চাকু, অস্ত্র প্রদর্শন করে টাকা ছিনিয়ে নেয়নি। ব্যাগ নিয়ে যাওয়ার ১ মিনিট পরেই মেহেদী হাসান ফাইসাল জাফর ইকবাল @ মাসুমের কাছে মোটরসাইকেলের চাবি নিতে আসেন। তার মোটরসাইকেল নিয়ে গৌরহাঙ্গা পর্যন্ত টাকার ব্যাগ ও ছিনতাইকারী খোঁজার চেষ্টা করেন। কিন্তু ভিডিও ফুটেজ দেখা যায়, ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় কোন প্রকার প্রতিরোধ, চিৎকার-চেঁচামেচি করেন নি তারা।
তাইজুল ইসলাম @ ডলার মামলার বাদী অঞ্জন কুমার রায় (৫২) এর বাড়িতে ভাড়া থাকেন। তিনি ভিভো মোবাইল শো-রুমের কর্মচারী ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সে শো-রুমে কম আসা-যাওয়া করতো। আসামী ওইদিন পূর্ব পরিকল্পিতভাবে গ্রেফতারকৃত আসামী ও মাথায় কালো হেলমেট ও পরনে রেইন কোর্ট পরিহিত পলাতক আরিফুল ইসলাম @ ডলার (২৪) কে তার মোটর সাইকেল চালাতে দিয়ে সে মোটর সাইকেল এর পিছনে ছদ্মবেশে গায়ে রেইন কোর্ট ও মাথায় লাল হেলমেট পরে পিছন থেকে মেহেদী হাসান ফাইসাল এর ডান কাঁধে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। এরপর
তারা মোটর সাইকেলটি নিয়ে কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া সেনপুকুর গ্রামস্থ আরিফুল ইসলাম @ ডলার এর বন্ধু অহিদুল ইসলাম (২২) এর বাড়ির একটি কক্ষে টাকাগুলো রেখে কক্ষটি তালাবদ্ধ করে চলে যায়। এরপর তাইজুল ইসলাম @ ডলার তার পোশাক পরিবর্তন করে মোটর সাইকেল নিয়ে বাদীর অলকার মোড়ে ভিবো মোবাইল শো-রুমের সামনে আসেন। তাইজুল ইসলাম @ ডলার এর দেয়া তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া সেনপুকুর গ্রামস্থ অহিদুল ইসলামের খাটের নিচ থেকে ৩২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরএমপির বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস, এসি বোয়ালিয়া ফারজিনা নাসরিন ও ওসি নিবারন চন্দ্র বর্মন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০