খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। ভারতের কর্নাটকে এমনই এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সাবেক পর্ন তারকা সানি লিওনেরর। কিন্তু কর্নাটক রক্ষণা বৈদিক যুবসেনা সানির সেই অনুষ্ঠান বন্ধের দাবি তুলেছে।
তাদের দাবি, সানির এই অনুষ্ঠান নাকি কন্নড় সংস্কৃতি বিরোধী। এমনকি অনুষ্ঠানটি বাতিলের দাবি তুলে বিক্ষোভ শুরু হয়েছে। সেই দাবি মানা না হলে ফল ভালো হবে না বলেও জানিয়ে দিয়েছে রক্ষণা বৈদিক যুবসেনা।
জানা গেছে, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে এক সংস্থা। সানির এই অনুষ্ঠানের পোস্টার প্রকাশের পর থেকেই অনুষ্ঠান বন্ধের দাবি তোলে যুবসেনা। এমনকি সানিকে কর্নাটকে প্রবেশের অনুমতি পর্যন্ত দিতে চায় না তারা।
বৈদিক সেনার এক সদস্য বলেন, ‘সানি লিওন আমাদের সংস্কৃতি জানেন না। তাকে কেন এই অনুষ্ঠানে আনা হচ্ছে।
উনি এখানে এসে আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে পারে। আমাদের সংস্কৃতিকে কেউ আঘাত করুক আমরা তা হতে দেব না। ’
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০