খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে পুরোদুস্তোর অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড দল। কিন্তু সাউদাম্পটনে এই ট্রেনিং ক্যাম্পে শুরু থেকে যোগ দিতে পারেননি জোফরা আর্চার।
২৫ বছর বয়সী এই পেসারের বাড়ির একজন সদস্য অসুস্থ ছিলেন। তাই ঝুঁকি এড়াতে তিনি দলের সঙ্গে যোগ দেননি। চলতি সপ্তাহেই পুরো পরিবারসহ করোনা পরীক্ষা করান আর্চার। সেখানে কাউকে করোনা পজিটিভ পাওয়া যায়নি।
ফলে দ্বিতীয়বারের মতো করোনা নেগেটিভ হওয়া আর্চারের দলের সঙ্গে যোগ দিতে আর বাধা নেই। ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে সাউদাম্পটনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ক্যারিবীয় বংশোদ্ভূত ইংলিশ এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ইংলিশ ক্যাম্পে আছেন ৩০ জন। ক্যাম্প হচ্ছে অ্যাজিয়াস বোলে। এখানেই ৪ জুলাই থেকে তিনদিনের প্রস্তুতি খেলবে ইংলিশরা। সেখান থেকে প্রথম টেস্টের দল বেছে নেয়া হবে।
৪ জুন থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রথম টেস্টটি শুরু হবে ৮ জুলাই থেকে। পুরো সিরিজটিই হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে ও জীবাণু সুরক্ষিত (বায়ো-সিকিউর) পরিবেশে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০