কংগ্রেসে পাস হওয়া করোনাভাইরাস রিলিফ ফান্ডের সংশোধনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেছেন, অপ্রয়োজনীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই ফান্ড ঘোষণা হয়েছে। তাই নতুন রিলিফ ফান্ড ঘোষণা করা উচিৎ। দীর্ঘ ৫ মাস পর ৮৯২ বিলিয়ন ডলারের বিলের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। ফান্ডটি হাউস ও সিনেটে অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্টের সইয়ের অপেক্ষায় ছিল। এর মধ্যে ট্রাম্প বিলটি সংশোধনের আহ্বান জানালেন।
এই ফান্ডের আওতায় কর্মীদের চাকরিচ্যুত হওয়া ঠেকাতে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮৪ বিলিয়ন ডলার ঋণ দেয়া হবে। এছাড়া মার্কিন নাগরিকদের জন্য এককালীন ৬০০ ডলার করে অনুদানের জন্য ১৬৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য ৩.৩৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে এই ফান্ডে। গাভি, ইউনিসেফ, বিশ্বব্যাংক এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই অর্থ পাবে। আন্তর্জাতিক এই সম্মিলিত প্রচেষ্টা নিম্ন আয়ের দেশগুলোকে করোনার টিকা পৌঁছে দেয়ার ব্যাপারে কাজ করছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০