নিজস্ব প্রতিবেদক : করোনা মুক্ত হয়েছেন তানোর থানার পুলিশ কন্সটেবল ও থানার পরিচ্ছন্নতা কর্মী। পুনরায় নমুনা টেস্টে নেগেটিভ আসে এবং তাদের সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। আজ তাদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে অভিন্দন জানান রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান,
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ লাইনের যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশ। গত ৫ মে রাজশাহী জেলা পুলিশের তানোর থানার একজন পুলিশ কনস্টেবল ও একজন সরকারি পরিচ্ছন্নতাকর্মীর করোনা পজিটিভ সনাক্ত হয়। পরবর্তীতে পুনরায় নমুনা টেস্টে নেগেটিভ আসে এবং তাদের আজকে সুস্থ হিসেবে
হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। আজকে তাদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে অভিন্দন জানান রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যার। এ সময় অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা প্রতিরোধ যুদ্ধে দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাবে বাংলাদেশ পুলিশ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০