পাবনা ব্যুরো: করোনা মহামারীতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার চাটমোহরে শুক্রবার সকাল সাড়ে দশটায় গণ-শপথ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক গ্রুপ ‘চাটমোহর দর্পন’ এর আয়োজনে স্থানীয় বালুচর খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার। চাটমোহর দর্পনের অ্যাডমিন সঞ্জিত চক্রবর্তী সোনার সভাপতিত্বে ও সাংবাদিক বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, পাবনা জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক অনাবল সংবাদ সম্পাদক ইকবাল কবীর রঞ্জু, চেতনায় চাটমোহরের অ্যাডমিন জেমান আসাদ প্রমূখ।
পরে শপথ গ্রহণ শেষে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। চেতনায় চাটমোহর, মানবিক মথুরাপুর, বিডি ক্লিন, হৃদয়ে ভাদরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০