রাবি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রবিবার(১৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে মৌন অবস্থান কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান।
কর্মসূচিতে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, করোনা ভাইরাস একজনের সংক্রমণ হলে তা অতিদ্রুত ছড়িয়ে পড়বে অন্যদের মাঝে। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশে থাকা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসছেন। বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা আছে। তারা এক সাথে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা যদি আগে থেকেই সতর্ক না হই তাহলে এটি আমাদের দেশে মহামারী আকার ধারণ করতে পারে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আব্দুল মোমিন বলেন, আমরা এক সাথে প্রায় একশ জন ক্লাস করি। এমন পরিস্থিতিতে ক্লাস করা বেশ ঝুঁকিপূর্ণ।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী আইরিন সুলতানা বলেন, ক্যাম্পাসে
অনেক শিক্ষার্থী আছে। যারা ক্যাফেটেরিয়া, টুকিটাকিসহ বিভিন্ন দোকানে এক
সাথে খাবার খায়, আড্ডা দেয়ে। ভাইরাসটি কোনভাবে একজনের মধ্যে প্রবেশ করলে
অনেকের মাঝে তা ছড়িয়ে পড়বে।
এ সময় শিক্ষার্থীরা ‘করোনা মোকাবেলায় রাবির সক্ষমতা ০ শতাংশ’ , ‘ক্যাম্পাস এখনো বন্ধ হয়নি কারণ, প্রশাসন চায় আমার করোনা হোক’ , ‘মাস্ক ও প্রাথমিক সচেতনতা কি যথেষ্ঠ’, ‘রাবি ক্যাম্পাস বন্ধ হোক’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০