শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুর উপজেলা প্রশাসন গত ৩ মাসে পর্যন্ত বিভিন্ন জায়গায় ১২৯ টি ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ লাখ ১৯ হাজার ২’শ টাকা জরিমানা ও ১ জনকে কারাদন্ড প্রদান করেছে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলাম রানা করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে গত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১২৯ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৪৯ জনের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ ও দুর্যোগ ব্যবস্থাপনা ২০১২ এর আওতায় ৭৪৮ জনকে ৯ লাখ ১৯ হাজার ২’শ টাকা জরিমানা করেন। এবং একজনকে কারাদন্ড প্রদান করেন। এছাড়াও দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট ও পরামর্শ দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বিশ^বিদ্যালয় ছাত্র সংগঠন পুশাস সার্বিক সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে হোম কোয়ারেন্টাইন, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, সরকারি বিধি-নিষেধ কার্যকর করার স্বার্থে অভিযানগুলো পরিচালনা করা হয়। জনস্বার্থে জন নিরাপত্তা নিশ্চিতকরণে, অপরাধ প্রবনতা প্রতিরোধকল্পে, সর্বপরি আইনের সুশাসন প্রতিষ্ঠায় এ অভিযান অব্যাত থাকবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০