নিজস্ব প্রতিবেদক : করোনা কোভিড-১৯ পরিস্থিতিতে রাজশাহী বিভাগে স্বল্প ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের পক্ষে জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পূনবার্সন অফিস এ কার্যক্রম বাস্তবায়ন করছে। রাজশাহী জেলায় ইতোমধ্যে ৪,৬২৩.২৮ মে. টন খাদ্য ও নগদ ২,২৪,৫৪,০০০ টাকা বিতরণ করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের
নিয়মিত প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে আরো ৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৩৪ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯৮ জন আইসোলেশনে রয়েছেন। ইতোমধ্যে আক্রান্ত ৩৩ জন সুস্থ হয়েছেন। রাজশাহী পিআইডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০