নিজস্ব প্রতিবেদক :
আজ বৃহস্পতিবার রাত ৮ টায় রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সম্প্রতি মহামারি আকার ধারনকারী প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক দিকননির্দেশনা প্রদান করেন রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় তিনি ফোর্সদের স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সাবান দিয়ে হাত ধোয়া, ডিউটির সময় মাস্ক ব্যবহার করা, নিয়মিত ব্যায়াম করা ও
সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের আবাসন সুবিধা, খাবার ব্যবস্থাপনা ও কার্যপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের করোনায় উদ্ভুত সংকটময় পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের সাথে সতর্কতা বজায় রেখে রাষ্ট্র ও জাতির প্রতি যে দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহবান জানান। পাশাপাশি ব্রিফিং প্রদান শেষে ফোর্সদের মাঝে আম ফল বিতরণ করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০