খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬ খুলনা।
বৃহস্পতিবার রাতে নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে।
র্যাব-৬ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব-৬, খুলনার একটি দল মহানগরীর মুজগুন্নী এলাকা থেকে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে।
তার কাছ থেকে দুটি মোবাইলফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও দুই কপি গুজব ছড়ানো স্ক্রিনশট জব্দ করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃতকে খালিশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাদী মুজগুন্নীর মৃত আব্দুল মান্নানের ছেলে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০