নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্য সুস্থ হয়েছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রথম করোনা শনাক্ত হয় ১১ জুন। এরপর হতে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত আরএমপি’র মোট ৭০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে চিকিৎসাধীন ছিলেন অনেকে। ডাক্তার এবং হাসপাতালের সংশ্লিষ্টদের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতায় আক্রান্তদের মধ্যে থেকে মঙ্গলবার তারিখে প্রথম রাজশাহী
মেট্রোপলিটন পুলিশের ৮ জন করোনা আক্রান্ত সদস্য করোনা ভাইরাসকে জয় করে করোনা মুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদের বিদায় জানান। আক্রান্ত পুলিশ সদস্যদের বিষয়ে আরএমপির পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম এর প্রত্যক্ষ ত্তত্বাবধানে সু-চিকিৎসার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা করোনা মুক্ত হয়ে পূণরায় কাজে যোগদান করবেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০