নিজস্ব প্রতিবেদক :
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ লাইনের যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য । কিছুদিন আগে গত ২৭ মে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত নারী কনস্টেবল রীমা খাতুনের করোনা পজিটিভ সনাক্ত হয়। পরবর্তীতে পরপর দুইবার নমুনা টেস্টে নেগেটিভ আসে এবং আজকে (১৪/৬/২০২০) সুস্থ হিসেবে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে
ছাড়পত্র দেওয়া হয়। জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে অভিন্দন জানান রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া তাকে পুলিশ হাসপাতালেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। দৃঢ় মনোবল নিয়ে সবসময় সাধারন জনগনের পাশে আছে রাজশাহী জেলা পুলিশ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০