খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা ও লক্ষণ-উপসর্গ নিয়ে নারীসহ আরও পাঁচজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
শুক্রবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, কুমেক হাসপাতালের আইসিইউতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। আক্রান্ত হয়ে মারা যান, কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইউনুছ আলীর ছেলে আবদুর রশিদ (৫৬) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত ইউনুছ পাটোয়ারীর ছেলে আবদুল কাদের (৫০)। এছাড়া উপসর্গ নিয়ে মারা যান, কুমিল্লা সদর উপজেলার সায়েদ আলীর ছেলে আবু তাহের (৭০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইউনুছ আলীর ছেলে নূর আহম্মেদ (৬৫) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবুল কাশেমের মেয়ে হনুফা (৪০)।
উল্লেখ্য, এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৭৭ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০