খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয়।
মৃত তিন নারী হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জাহেদা খাতুন (৭০), সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া আমতলার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও একই উপজেলার বাটকেখালি গ্রামের মোতাহার গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৬৫)।
সাতক্ষীরা হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ মণ্ডল বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার (১৯ আগস্ট) সাতক্ষীরা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন জাহেদা খাতুন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইভাবে ১৯ আগস্ট শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন রিনা এবং রিজিয়া। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে দু’জনই মারা যান। মারা যাওয়া ওই তিনজনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০