খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুইদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন তিনজন। বাকি ১৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, এ পর্যন্ত দুইদিনে ঢামেক করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন- রাজধানীর পল্লবীর আব্দুল বাকি (৭২), নারায়ণগঞ্জের ফতুল্লার সামচু মাদবর (৭৫) ও রংপুর কোতোয়ালির হাফিজুল ইসলাম (৩৫)।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হলো।
একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭৭৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৯ হাজার ২৯৮ জনে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০