খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে সিলেটে আকনু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দিনগত রাত ১২ টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ধরমগ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বলেন, জ্বর, স্বর্দি ও কাশি নিয়ে গত ২৬ এপ্রিল জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আকনু মিয়া। সেখানে থেকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে নমুনা পরীক্ষার জন্য রেখে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার (২ মে) পরীক্ষার ফলাফলে দেখা যায়, আকনু মিয়ার করোনা পজিটিভ।
স্থানীয়রা জানান, করোনা আক্রান্ত জানার পর উপজেলা প্রশাসন বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা ছাড়াও গ্রামের একটি মসজিদসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করে। শুক্রবার রাতে তিনি মারা যান এবং শনিবার (৯ মে) সকালে দাফন সম্পন্ন হবে বলেও তারা।
এরআগে গত ১৬ এপ্রিল গোয়াইনঘাট উপজেলায় প্রথম এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ওই যুবক ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে এলাকায় আসেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০