সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়াল

অনলাইন ভার্সন
আগস্ট ১০, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক:  করোনাভাইরাসে মৃত্যুর মিছিল প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ হাজার ২৬৫ জন। আর মারা গেছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন।

এদিকে, করোনায় আক্রান্ত ও মৃতের দিক থেকে সামনের সারিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন।

তবে ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জন আক্রান্ত রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।দেশটিতে মারা গেছেন ১ লাখ ১ হাজার ১৩৬ জন। প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭, আর মৃতের সংখ্যা ৪৪ হাজার ৪৬৬ জন।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।