খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ভোর ৩টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার ছোট ভাই মাসুক উদ্দিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল।
এর আগে, করোনাভাইরাসের উপর্সগ থাকায় ৪ জুন বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। ৫ জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। সেই থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন সিলেটের সাবেক এ মেয়র।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৭ জুন সন্ধ্যায় বদরউদ্দিন আহমদ কামরানকে সিলেট থেকে ঢাকা সিএমএইচ-এ আনা হয়।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০