নিজস্ব প্রতিবেদক :
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য কনস্টেবল খন্দকার তৌফিক আলম (৫৮)। তিনি রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক শাখায় কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আজ মারা যান।
তার মৃত্যুতে আমরা রাজশাহী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনকালে তার এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে এবং তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য অনুপ্রাণিত ও গর্বিত । জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০