রাজশাহীর বাগমারা বিএনপিকে তিল তিল করে গড়ে তোলা বিএনপি নেতা অধ্যাপক মোখলেছুর রহমান মন্ডল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ২২ দিন চিকিৎসাধীন থেকে গত মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাত ১০ টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আলহাজ্ব মোখলেছুর রহমান মন্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। তার বাড়ি উপজেলার গনিপুর ইউনিয়নের হাটএকডালা গ্রামে। তাঁর মৃত্যুতে এলাকাবাসি একজন অভিজ্ঞ নেতাকে ও একজন জনপ্রিয় শিক্ষককে হারালো। তিনি দীর্ঘদিন বাগমারা উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহসভাপতির দায়িত্ব পালন করেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হলে গত মে মাসের ১৭ তারিখ তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাকালীন তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানাস্তর করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় করোনার সঙ্গে ২২ দিন পাঞ্জা লড়ে অবশেষ মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন তিনি। পারিবারিক জীবনেও তিনি ছিলেন প্রতিষ্ঠিত। তাঁর স্ত্রী ইসমত আরা বীনা বর্তমানে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, বড় মেয়ে মুসফিকা জিনহা সাইকি বরেন্দ্র মেডিকেল কলেজে এমবিবিএস শেষ বর্ষে অধ্যায়নরত ও ছোট মেয়ে মিথিলা ফারজানা এইচ এসসি উত্তীর্ন হয়ে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার বেলা ১২ টায় নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু সহ বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ ও বাগমারা উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সরোয়ার আবুল সহ স্থানীয় আওয়ামলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষে শোক প্রকাশ করা হয়েছে। গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। এছাড়া ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার, বাগমারা কলেজ ও হাইস্কুল শিক্ষক সমিতি ও বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০