খবর ২৪ ঘন্টা ডেস্ক : ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ২২ জুন জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। পরেরদিন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা ভাইরাসে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়।
লোকমান হোসেন মৃধা ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। শহরের ২ নং হাবেলী গোপালপুর মহল্লার মাস্টার কলোনীতে বসবাস করতেন তিনি। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি লোকমান মাস্টার হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুরের রাজনীতিবীদসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০