খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮৫৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ২৪৪৩ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে মোট ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু হলো অচেনা ভাইরাসটিতে। একই সময়ে আরও ১৫৯৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। এছাড়া নতুন করে আরও ২৪৪৩ জন সুস্থ হওয়ায় এই সংখ্যাটা দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজার ৪১২ জনে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০