খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৭৩৭ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬১১ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর আজ শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৬৫ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। এর মধ্যে ১ হাজার ২০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০