পাবনা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদ সচিব হাফিজুর রহমান (৪৭) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার সোয়া বারোটার দিকে তার মৃত্যু হয়। মৃত হাফিজুর রহমান উপজেলার দোগাছি গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হাফিজুর রহমানকে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি। তার মৃত্যু সনদে কোভিট-১৯ আক্রান্ত উল্লেখ রয়েছে।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন শনিবার সকালে জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে জ¦র ও কাশিতে ভুগছিলেন হাফিজুর রহমান। শুক্রবার দুপরে তার শ^াস কষ্ট শুরু হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। রাতে হঠাৎ করেই অবস্থার অবনতি হলে আইসিইউ’র প্রয়োজনীয়তা দেখা দেয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০