খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ বিভাগে দেয়া নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
শুক্রবার বিকেলে তার এ ফলাফল আসে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গৌতম কুমার বিশ্বাস জানান, পুলিশ সুপারের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালও বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার করোনায় আক্রান্ত। তিনি জানান, কিছু উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা বিশেষ ব্যবস্থায় ঢাকা পাঠানো হয়। সিভিল সার্জন আরো জানান, তার শারীরিক অবস্থা ভাল রয়েছে। তিনি পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক খায়রুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন।
এর আগে পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ সদস্যসহ মোট ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০