নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমানকে ঢাকায় নেয়া হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, গত ২২ আগস্ট ডাঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে পরদিন ২৩ আগস্ট দুপুর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে ছিলেন।
পরিবারের স্বজনরা জানিয়েছেন, ডাঃ মনসুর রহমান করোনা আক্রান্ত হলেও জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথার মত করোনা উপসর্গ নেই বললেই চলে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০