খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭শ’ প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। একইসময়ে বিশ্বজুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি। মোট আক্রান্ত ১ কোটি ৬২ লাখ মানুষ। মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছুঁইছুঁই।
এদিন সাড়ে ৮শ’ প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৪৯ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ।
দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১১শ’র বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজার। আক্রান্ত ২৪ লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত পৌনে ৪ লাখের বেশি।
টানা তৃতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। মোট আক্রান্ত প্রায় ১৪ লাখ। মৃতের সংখ্যা ৩২ হাজারের বেশি। এদিন ৩শ’ করে মৃত্যু দেখেছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০